স্পেনে বার্ষিক মূল্যস্ফীতি জুলাই মাসে বেড়ে ১০ দশমিক ৮ শতাংশ হয়েছে। ১৯৮৪ সালের পর যা সর্বোচ্চ। গতকাল শুক্রবার (১২ আগস্ট) স্প্যানিশ পরিসংখ্যান প্রতিষ্ঠান (আইএনই) এ তথ্য প্রকাশ করেছেন।
রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন নেটওয়ার্ক আরটির এক প্রতিবেদনে বলা হয়, গত মাসে স্পেনে গ্যাসের দাম ব্যাপক কমেছে। তবে বিদ্যুৎ ও খাদ্যের দাম বাড়ায় মূল্যস্ফীতি শূন্য দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আলোচিত সময়ে স্পেনে জ্বালানি পণ্যের মূল্য বেড়েছে ৪১ শতাংশ। সেই সঙ্গে কিছু মৌলিক খাদ্যশস্যের দর বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশ।
এসময়ে দেশটিতে ডিম, দুধ এবং অন্যান্য দুগ্ধপণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এছাড়া মাংস, রুটি ও সিরিয়ালের মূল্যও চড়া হয়েছে।
এ নিয়ে টানা ৩ মাস ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ স্পেনে মূল্যস্ফীতি বাড়ল। তবে গত এপ্রিলে তা ১ দশমিক ৫ শতাংশ নিম্নমুখী হয়। কিন্তু পরের মাসেই সেটি দুই অংকের ঘর স্পর্শ করে।