বেরোবি প্রতিনিধিঃ দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কেন্দ্রসহ সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৩আগস্ট ২০২২) উৎসবমুখর পরিবেশে দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত ‘বি’ ইউনিট (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘বি’ ইউনিটে মোট ৩ হাজার ৩৩৯জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন বিভিন্ন জেলা থেকে আগত কয়েকজন অভিভাবকের সাথে কথা হয়।
নীলফামারী থেকে আগত মোঃ জামাল জানান, গুচ্ছ পরীক্ষা না হয়ে সব বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে পরীক্ষা হলে টাকা-পয়সা ও দীর্ঘপথ জার্নি করে ছেলে-মেয়েদের পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে যাওয়া সত্যিই অনেক কষ্টকর এবং অনেক ভোগান্তি পোহাতে হয়। বলতে গেলে আমরা সব দিক দিয়েই খুশি।
তবে কেন্দ্রে অভিভাবকদের বসার সুব্যবস্থা থাকলে ভালো হতো। পরিশেষে তিনি বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হওয়ায় আমরা অনেক খুশি।
গাইবান্ধা জেলা থেকে আসা শিক্ষার্থী হাফিজুর রহমান জানান, প্রশ্নপত্র মানসম্মত ছিল,বাংলা ও সাধারণ জ্ঞানের প্রায় প্রশ্ন বই থেকে এসেছে। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালেয়ের সবগুলো একাডেমিক ভবন কাছাকাছি হওয়ায় সিট প্লান খুজে বের করেত তেমন সমস্যা হয়নি।
রংপুর জেলার শিক্ষার্থী সুহান বলেন, এবার গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রশ্নের মান ভালো ছিল কিন্তু প্রশ্ন সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হয়নি।তাকে পরীক্ষার হলের পরিবেশ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি জানান,হলের পরিবেশ ভালে ছিলো এবং শিক্ষকগণ খুবই আন্তরিক ছিলেন।
উল্লেখ্য, আগামী ২০ আগস্ট বাণিজ্য বিভাগের (সি ইউনিট) ভর্তি পরীক্ষা সারাদেশে একই সময়ে অনুষ্ঠিত হবে।