খুলনায় এক নারীকে (২০) ধর্ষণের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ আগস্ট) ধর্ষণের এ ঘটনার পর বিকেলে থানায় মামলা করেন ভুক্তভোগী। পরে শুক্রবার (১২ আগস্ট) বিকেলে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার যুবক খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মহানগরীর হরিনটানা থানাধীন ইসলামনগর এলাকায় বাস করতেন।
পুলিশ আরও জানায়, ওই যুবক ভুক্তভোগী নারীকে কাজের জন্য নিজের ভাড়া বাসায় ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল জানান, মামলা দায়েরের পর ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এরপর শুক্রবার বিকেলে অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।