চার বছর পর আজ মাঠে গড়াচ্ছে এশিয়ার বিশ্বকাপ খ্যাত এশিয়া কাপ। যে টুর্নামেন্টে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত-পাকিস্তানের ম্যাচ। আজ শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচ।
এ ম্যাচটি নিয়ে যতটা না আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ পরের দিন অর্থাৎ (২৮ আগস্ট) পাকিস্তান ভারতের ম্যাচ নিয়ে।
কেননা এ দু’দলের ম্যাচ ২২ গজ ছাড়িয়ে দু’দেশের সীমান্ত পেরিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়ায়। সমর্থকরাও এ ম্যাচ দেখার জন্য বুঁদ হয়ে টিভি সেটের সামনে বসে থাকেন। ম্যাচটি মাঠে গড়াতে এখনও একদিন বাকি থাকলেও তার আগেই ভারতীয় একাদশ ফাঁস হয়ে গিয়েছে।
ম্যাচের আগে একাদশ ঘোষণা করার ব্যাপারটি ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার জন্য নিত্যনৈমিত্তিক বিষয়। টেস্টে এ চলটা থাকলেও সাদা বলের ক্রিকেটে তেমন একটা চোখে পড়ে না। তবে এবার টি-টোয়েন্টিতে সে ধারা চালু করল ভারত। আনুষ্ঠানিকভাবে না হলেও অভিনব এক পন্থায় চির শত্রুদের বিপক্ষে নিজেদের ম্যাচের একাদশ দুদিন আগে জানান দিল ভারত।
শুক্রবার (২৬ আগস্ট) অনুশীলনের পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিজেদের টুইটার হ্যান্ডেলে কিছু ছবি প্রকাশ করে। যেখানে মাত্র ১১ জন ক্রিকেটারের ছবি ব্যবহার করা হয়েছে। এরপর থেকেই শুরু হয় পাকিস্তানের বিপক্ষে ২২ গজের ধ্রুপদী লড়াইয়ে এ সেনানীরাই হয়ত মাঠ মাতাবেন।
ছবির ক্রম দেখলেও বিষয়টা পরিষ্কার হয়ে যাবে অনেকটা। বিসিসিআইয়ের পোস্ট করা ১০টি ছবির মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে। দ্বিতীয় ছবিটা ওয়ান ডাউনে নামা কিং কোহলির। যতই ফর্ম নিয়ে টানাপোড়েন থাকুক না কেন, তিন নম্বরে তার জায়গাটা যে পাকা লক্ষণের দলে। পরের ছবিটা সূর্যকুমারের। আর পাঁচ নম্বরে হার্দিক পাণ্ডিয়া এবং ছয়ে আছে রিশাভ পন্তের ছবি।
তবে ছয় নম্বর ছবিটা বেশ আলোচনার জন্ম দিয়েছে। কেননা সে ছবিটা দিনেশ কার্তিকের। অনেকেই ভেবেছিলেন পন্তের সঙ্গে ডিকে-কে একাদশে রাখবে না টিম ম্যানেজমেন্ট, সে ক্ষেত্রে অপশন হতে পারেন রবীন্দ্র জাদেজা। কিন্তু এখানে সে রকম কিছু হচ্ছে না। পরের জায়গাগুলো বোলারদের। তিন পেসারের নেতৃত্ব থাকবে ভুবনেশ্বরের হাতে। স্পিন কোটায় থাকবেন চাহাল। আর বাকি দুই পেসার আবেশ খান ও অর্শদ্বীপ সিং। ব্যাটিং অর্ডার অনুসারে একে ভারতীয় একাদশই বলা যায়।
সবচেয়ে মজার বিষয় হলো, বিসিসিআইয়ের পোস্ট করা ছবিগুলো অনুপস্থিত রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণুই ও দীপক হুদা। তাই ভারতীয় সমর্থকরা ধরেই নিচ্ছেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাদের একাদশে জায়গা হবে না।
বিসিসিআই সত্যিই এসব ছবি পোস্ট করে একাদশ ফাঁস করেছে কি না তা আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ভারতের একাদশের সঙ্গে মিলিয়ে নিলেই বোঝা যাবে। আপাতত সবই অনুমান।
এদিকে ভারতের একাদশ ঠিক হয়ে গেলেও এখনো নিজেদের সেরা ১১ খুঁজে পায়নি পাকিস্তান। একের পর এক ইনজুরিতে কিছুটা ব্যাকফুটে বাবর আজমের দল।