বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলে প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের শিক্ষার্থী ফরহাদ হোসেন।
ফরহাদ হোসেন জামালপুর জেলার সদর উপজেলার ১১নং শাহবাজপুর ইউনিয়নের জাফরশাহী গ্রামের এক কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মোঃ তোফাজ্জল হোসেন।
তিনি নিজ গ্রাম জাফরশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। পরবর্তীতে কৈডোলা জাফরশাহী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে ২০১২ সালে এসএসসি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০১৪ সালে এইচএসসি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
Post Views: 62
এ ক্যাটাগরীর আরো সংবাদ..