২০২৩ বিশ্বকাপই যে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, সেটা একাধিকবার গণমাধ্যমে বলেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের অধিনায়কের কাছাকাছি সময়ে ক্যারিয়ার শুরু করা মুশফিকুর রহিমেরও যে শেষ বিশ্বকাপ এটা, তা অনেকেই ধারণা করছেন। তবে টাইগার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে মনে করেন, ফিটনেস আর ফর্ম বিবেচনায় আরও একটি বিশ্বকাপ খেলবেন সাকিব-মুশফিক।
আগামীকাল (১১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন চলমান বিশ্বকাপের ৪৩তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে হাথুরুসিংহে বলেন, ‘তাদের (সাকিব ও মুশফিক) জার্নিটা দারুণ ছিল। একজন ক্রিকেটারের জন্য চারটি বিশ্বকাপ খেলাটা বিশেষ কিছু। সত্যি বলতে আমি জানি না তারা তাদের শেষ বিশ্বকাপ খেলছে কি না।
‘তারা এখনও দারুণ ফিট, এখনও পারফর্ম করছে। এই সিদ্ধান্ত নেওয়াটা তাদের প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। আমি এমন মন্তব্য করতে পারব না যে এটা তাদের শেষ বিশ্বকাপ। মুশফিক এবং সাকিব পাঁচটি বিশ্বকাপ খেলেছে।’-আরও যোগ করেন প্রধান কোচ।
বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সেরাদের তালিকায় নিশ্চিতভাবেই ওপরের দিকে থাকবেন সাকিব-মুশফিক। প্রায় দেড়যুগেরও বেশি সময়ের লম্বা ক্যারিয়ারে দলকে অনেক কিছু দিয়েছেন তারা। বড় টুর্নামেন্টের শিরোপা জিততে না পারলেও অনেক ম্যাচ জয়ের সাক্ষী তারা। তাইতো সাকিব-মুশফিকের প্রশংসা ঝরেছে লঙ্কান এই কোচের কণ্ঠেও।
হাথুরু বলেন, ‘যারা ক্রিকেট খেলা শুরু করেছে এবং এটি নিয়ে স্বপ্ন দেখেছে তাদের জন্য পাঁচটি বিশ্বকাপ খেলা দারুণ ব্যাপার। বাংলাদেশের ক্রিকেটের অল্প সময়ের জার্নিতে সেরা ক্রিকেটার হিসেবে তাদেরকে পেয়েছে। তারা যদি ছেড়ে দিতে চায় তাহলে আমি বলতে পারি এটা বাংলাদেশের ক্রিকেটে বড় প্রভাব ফেলবে।