প্রিয় দলের জন্য কত কিছুই না করেন ভক্তরা। এই যেমন কাতার বিশ্বকাপের আগেও জমি-জমা বিক্রি করে হলেও প্রিয় দলের পতাকা বানিয়েছেন। এক আর্জেন্টিনার ভক্ত তো নিজের দোকানের পিৎজা বিক্রি করেছেন ফ্রিতে।
এদিকে মেসির আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপের ফাইনালে ওঠায় বাদ যায়নি মিষ্টির দোকানও। কলকাতা সংলগ্ন হাওড়ায় ‘মা গন্ধেশ্বরী সুইটস’ এর পক্ষ থেকে তৈরি করা হয়েছে মেসির ক্ষীরের মূর্তি। মেসি ভক্তদের জন্যই এই মেসির ক্ষীরের মূর্তি উৎসর্গ করা হয়েছে। ১৫ কেজি ক্ষীর দিয়ে বানানো হয়েছে এই মূর্তি।
এছাড়া আর্জেন্টিনার পতাকার রঙে হয়েছে রসগোল্লা, সন্দেশও। তৈরি হয়েছে বিশ্বকাপের আদলে সন্দেশ, আর্জেন্টিনার জার্সির আদলে সন্দেশ, ফুটবলের আকারে সন্দেশ সহ নানা স্বাদের মিষ্টি। বাঙালির মিষ্টিতেও এবার যেন ফুটবলের পরশ।
ফাইনাল নিশ্চিত করায় এবার হাওড়ার আর্জেন্টিনার সমর্থকরা চান মেসির হাত ধরে শিরোপা জিতুক আর্জেন্টিনা। ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, স্পেন একে একে অনেক প্রিয় দল এবার বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে। তাই আর্জেন্টিনার সমর্থকরা চান বিশ্বকাপটা মেসির হাতেই উঠুক।