বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয়েছে। কিন্তু এরপর যা হচ্ছে তাতে শ্রীলঙ্কান সমর্থকদের মনে হতেই পারে, না শুরু হলেই ভালো হতো।
১২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। ফাইনালের শুরুটা সম্ভাব্য সেরা হলো ভারতের।
শেষ খবর পযর্ন্ত শ্রীলঙ্কার সংগ্রহ – ৬ / ১২ রান । ওভার ৫.৪বল