কখনো কী লিখেছো
হৃদয়ে স্বপ্নের কবিতা
স্বপ্নের জালে জড়িয়ে বরে
কল্পনার ভূবন খানি।
কখনো কী লিখেছো
হৃদয়ে ভালবাসার কবিতা
মনের আলোয় লিখে দেখো
ভালবাসার কিছু কথা।
ভালবাসার শ্রাবণ নামবে
মনের আকাশ ছুঁয়ে
এক আকাশে উড়বে
তুমি স্বপ্নের ডানা মেলে
করবে তোমার আলোকিত
সুখের প্রদীপ জ্বেলে।