দারুণ আত্মবিশ্বাস নিয়ে বিপিএলে এসেছিলেন তৌহিদ হৃদয়, বলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচের পরই; টানা দুই ম্যাচে ফিফটি পূর্ণ করে। এবার তৃতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন, টানা তিন ফিফটিতে ছুঁলেন তামিম ইকবালকেও।
আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। টানা তিন ফিফটিতে রেকর্ড গড়েন দলটির সর্বোচ্চ স্কোরার তৌহিদ হৃদয়। দ্বিতীয় ব্যাটার হিসেবে বিপিএলে এই কীর্তি গড়েন তরুণ এই ব্যাটার।
৪৬ বলে ৫ চার আর ৫ ছক্কায় ৮৪ রান করে আউট হন হৃদয়। এছাড়াও ৩৯ বলে ৫৭ রান করেন শান্ত। বাকিরা কেউই তেমন একটা সুবিধে করতে পারেননি।