রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন হাসান আলী (রুবেল)। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫২০তম সিন্ডিকেট সভায় তাকে এই ডিগ্রি প্রদানের চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়। এর আগে গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৫৯তম শিক্ষা পরিষদ সভায় তার পিএইচডি অভিসন্দর্ভটি গৃহীত হয়।
‘আল-কুরআন ও আস-সুন্নাহর আলোকে প্রচলিত ক্রয়-বিক্রয় : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক অভিসন্দর্ভ রচনার জন্য হাসান আলীকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। তার এ গবেষণাকর্ম তত্ত্বাবধান করেন প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।
হাসান আলী ২০১৬-২০১৭ সেশনে ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে এমফিল কোর্সে ভর্তি হন, যা পরবর্তীতে পিএইচডি কোর্সে স্থানান্তর করা হয়।
হাসান আলী ১৯৮২ সালের ২১ আগস্ট জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলাধীন পূর্ণগোপীনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মো. মুসা খলিফা এবং মা মোসা. আলেয়া বিবি। মা-বাবার ৩ ছেলে ও ১ মেয়ের সংসারে তার অবস্থান তৃতীয়। তিনি বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক।
হাসান আলী ২০০০ সালে দাখিল ও ২০০২ সালে আলিম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে প্রথম শ্রেণিতে ২০০৬ সালে বিএ (অনার্স) ও ২০০৭ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং সরকারী মাদ্রাসা-ই- আলিয়া, ঢাকা থেকে প্রথম শ্রেণিতে ফাযিল ও কামিল (তাফসীর) ডিগ্রি লাভ করেন।
হাসান আলী বর্তমানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের জামগড়া শাখায় ‘প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার অপারেশন) পদে কর্মরত। ব্যাংকিং পেশায় যোগদানের আগে তিনি সাংবাদিকতা করেন। মাই টিভির রিপোর্টার ছিলেন।
হাসান আলীর লেখালেখির মধ্যে রয়েছে ইসলামী ভাবধারার উপর ‘আকাঙ্ক্ষা’ ও ‘মুসাফির’ শীর্ষক ছন্দ কবিতার দু’টি বই, ছোটোদের জন্য ‘ইলমা’ শীর্ষক ছড়ার বই, ‘ছন্দে ছন্দে কুরআন বুঝি’ (আল-কুরআনের ত্রিশতম পারার কাব্যরূপ) শীর্ষক বই এবং ইসলামী ব্যাংকিং ভাবনা’ শীর্ষক প্রবন্ধের বই।
পিএইচডি ডিগ্রি অর্জনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন হাসান আলী।