1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
হাসপাতালের সিঁড়ি থেকে জীবিত নবজাতক উদ্ধার » দ্যা মিরর অব বাংলাদেশ
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| ভোর ৫:৩৭|

হাসপাতালের সিঁড়ি থেকে জীবিত নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৬ বার সংবাদটি পড়া হয়েছে
815021 dp 20220815085150

নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবনের সিঁড়ি থেকে ৪ দিন বয়সী জীবিত নবজাতককে (কন্যা) উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার (১৪ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নবজাতকটিকে উদ্ধারের পর ওই হাসপাতালেই ভর্তি করা হয়। পরে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রবিবার রাতে হাসপাতালের সিঁড়িতে মানুষের চিল্লাপাল্লা শুনে এগিয়ে যান হাসপাতালের দায়িত্বরত ওয়ার্ড বয় রাজু হোসেন। সেখানে তিনি দেখতে পান সিঁড়িতে শুয়ে এক নবজাতক কান্না করছে। এমতাবস্থায় অজ্ঞাত শিশুটিকে উদ্ধার করে ওই ওয়ার্ড বয়ের নামে ভর্তি করা হয়।

 

হাসতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মোছা. মুনিরা জান্নাত জানান, ‘দায়িত্বরত ওয়ার্ড বয় রাজু শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তার অক্সিজেন স্বল্পতা ছিল। আমরা দ্রুত অক্সিজেনের ব্যবস্থা গ্রহণ করি এবং শিশু ডাক্তার এসে তাৎক্ষণিক শিশুটির চিকিৎসা সেবা ও ওষুধ লিখে দিয়ে যান।’

 

এ বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. ফজলুর হক ঢাকাপ্রকাশ-কে বলেন, শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে, সুস্থ আছে। সার্বক্ষণিক তার দেখভাল করার জন্য লোক রয়েছে।

 

 

এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল বলেন, হাসপাতালে এক অজ্ঞাত নবজাতকের উদ্ধারের বিষয়টি আমরা জেনেছি। এই বিষয়ে কাউকে এখনও শনাক্ত করা যায়নি। হাসপাতালের সিসি ফুটেজ দেখে অজ্ঞাত শিশুর পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024