তোমার রহম ফুলের বোঁটায়
শিশির কিংবা বৃষ্টি ফোঁটায়
সবখানে এক নীতি,
পাখি উড়ে নীল আকাশে
ফুলের গন্ধ বয় বাতাসে
আল্লাহ্ আল্লাহ্ গীতি।
আঁধার চিরে সুরুজ ওঠে
গুনগুনিয়ে ভ্রমর ছোটে
মধু মেখে ঠোঁটে,
রহম তোমার অপার অতুল
আমরা ভেবে পাইনা যে কূল
পড়ি, সেজদাতে তাই লুটে।
ঝর্না পাহাড় সাগর মরু
বন বনানী বৃক্ষ তরু
শাপলা পাতার পাটি,
শিশির হাসে দূর্বা ঘাসে
অথৈ জলে জাহাজ ভাসে
আল্লাহ নাম খাঁটি।
‘
কী অপরুপ বসুন্ধরা
ফল ফসলে দুচোখ ভরা
নকশা নিপুন আঁকা,
স্বপ্ন ছোঁয়া বিশ্বভূমি
সাজিয়েছ মাবুদ তুমি
যায়না, তোমায় ভুলে থাকা।
লেখক: মাহমুদ শরীফ, শিক্ষক,সাংবাদিক, কবি ও ছড়াকার।