বগুড়ার সারিয়াকান্দিতে হাতে কামড় দিয়ে পালিয়ে এক বখাটের হাত থেকে রক্ষা পেয়েছে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলশিক্ষার্থী। জানা গেছে, উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাজলা পূর্বপাড়া গ্রামের সাইফুল মণ্ডলের ছেলে মুকুল মিয়া (২২) ওই শিক্ষার্থীকে রাস্তাঘাটে মাঝেমধ্যেই উত্ত্যক্ত করত।
গেল শনিবার রাত ৮টার দিকে ওই শিক্ষার্থীর মা তারাবির নামাজ পড়তে মসজিদে যান এবং বাবা মাছ বিক্রি করতে স্থানীয় বাজারে অবস্থান করছিলেন।
একইসময়ে পাশের বাড়িতে ওই শিক্ষার্থী বেড়াতে যান। সেই বাড়ি থেকে ফেরার সময় রাস্তার মোড়ে মুকুলের খপ্পরে পড়ে। রাস্তায় কোনো লোকজন না থাকার সুযোগে মুকুল ওই শিক্ষার্থীকে জোরপূর্বক রাস্তার পাশের একটি ইউক্যালিপ্টাস বাগানের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টা করে।
তখন ওই শিক্ষার্থী মুকুলের হাতে কামড় দিয়ে চিৎকার করে। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মুকুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসী। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা করেন।
এ বিষয়ে ওই শিক্ষার্থীর চাচাতো ভাই বলেন, মুকুল একজন চরিত্রহীন মানুষ। এর আগে ৭ বছরের শিশুকেও সে ধর্ষণের চেষ্টা করেছিল। পরে স্থানীয় বিচারে তাকে নাকে খত দেয়া হয়েছিল। আবারও সে একই ঘটনা ঘটালো। আমরা মুকুলের সর্বোচ্চ শাস্তি চাই।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টা মামলার আসামি মুকুলকে গ্রেপ্তার করে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।