1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
সৎজন শেখ মোহা: সেলিমের ৮ম তিরোধান দিবস অনুষ্ঠিত » দ্যা মিরর অব বাংলাদেশ
২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৯:০৬|

সৎজন শেখ মোহা: সেলিমের ৮ম তিরোধান দিবস অনুষ্ঠিত

কুমারখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৭ বার সংবাদটি পড়া হয়েছে
d981ff4d 8abe 40f2 9684 aadc8fe7bd29

সিনিয়র সাংবাদিক হাবীব চৌহান ও রনজক রিজভীর বাবা আলহাজ্ব শেখ মোহা: সেলিমের ৮ম তিরোধান দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর দুর্গাপুরে নিজ বাস ভবনে আলোচনা সভা ও দোয়া আয়োজন করা হয়।

 

আলোচনায় অংশ নেন মুফতি সাব্বির আহমেদ আজহারী, মাওলানা নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও শিক্ষক মাহমুদ শরীফ ও মাওলানা হাফেজ ইউসুফ আলী।

 

স্মৃতিচারণ করেন-কুমারখালী মহিলা কলেজের অধ্যাপক হেলাল উদ্দিন ও সিনিয়র সাংবাদিক রনজক রিজভী।

 

এছাড়া উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার কুষ্টিয়া ও জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারিক, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কুষ্টিয়া তৌহিদী হাসান শিপলু, একুশে টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক নিজাম উদ্দিন,কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, কুমারখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, এইমাত্র ডটকমের এডিটর ইন চিফ মুন্সী তরিকুল ইসলাম, কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও বনিক সমিতির সভাপতি কে এম আলম টমে,কুমারখালী প্রেসক্লাবের সভাপতি (একাংশ ) কেএমআর শাহীন, সম্মিলিত সাংস্কৃতিক জোট কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন সরকার, বোধন থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য শহিদুর রহমান রবি, বোধন থিয়েটারের সেক্রেটারী জেনারেল আসলাম আলী, কবি ও নাট্যকার লিটন বিন আব্বাস, বিশিষ্ট সমাজ সেবক আশিকুল ইসলাম চপল, কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শাহজালাল, এমএন হাইস্কুলের শিক্ষক রবিউল আলম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী ট্রেডার্সের স্বত্বাধিকারী আলিফ চৌধুরী রনি, ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, এনটিভি অনলাইনের কুমারখালী-খোকসা প্রতিনিধি  মিজানুর রহমান নয়ন ও সাংবাদিক মোশাররফ হোসেন। অন্যান্যদের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রতিবেশী উপস্থিত ছিলেন।

 

এঅনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে তাঁর সুহৃদ সতীর্থদের বিশেষভাবে স্মরণ করা হয়। শেখ মোহা: সেলিম এলাকায় একজন সৎজন ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে ব্যাপক পরিচিত। তিনি ব্যক্তি জীবনে ফার্নিচার শিল্পের বিকাশ ও রুচিশীল নির্মাণে উল্লেখযোগ্য ভুমিকা রাখেন। এ কারণে স্বাধীনতাত্তোর কুমারখালীতে ব্যাপক সুনাম ও পরিচিতিও লাভ করেন তিনি।

 

শেখ সেলিম ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার রাজহাটের ভাটুয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৬৫ সালে তিনি বাংলাদেশে আসেন। প্রথমে খুলনা, এরপর কুষ্টিয়া এবং পরে কুমারখালীতে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

 

বর্ণাঢ্য জীবনের শেষ ভাগে ২০১৭ সালের ১৪ এপ্রিল নিজ বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। আর ১৫ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া থেকে ঢাকা নেয়ার পথে শেষ নি:শ্বাস ত্যাগ করেন রুচিশীল ব্যক্তিত্ব শেখ মোহা: সেলিম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024