সিলেট নগরের বাদামবাগিচা এলাকায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক।
শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাদামবাগিচার ২নং রোডের ২৩ নং বাসায় এ ঘটনা ঘটেছে।
গলায় ছুরি চালানো ব্যক্তির নাম মো. শাহজাহান (৩৫)। তিনি পেশায় কাঠমিস্ত্রি। এ ঘটনায় আহত অপর দুইজন হলেন শাহজাহানের স্ত্রী ফারজানা বেগম (৩০) ও তার শাশুড়ি রোকসানা বেগম (৬০)। তারা সবাই বর্তমানে গুরুতর আহত অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন জানান, স্বামী ও স্ত্রী কয়েক মাস ধরে আলাদা থাকতেন। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। দুই শিশুসন্তান নিয়ে স্ত্রী বাদামবাগিচার ওই বাসায় থাকতেন। সেখানে তার মাও থাকতেন।
শুক্রবার সন্ধ্যায় সেখানে উপস্থিত হয়ে স্ত্রী ও শাশুড়ির সঙ্গে ঝগড়ার এক পর্যায় শাহজাহান তাদের দুজনকে কুপিয়ে আহত করেন। পরে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান প্রতিবেশীরা। তাদের সকলের অবস্থাই গুরুতর।
মিরর/ আসিফ