রংপুরের তারাগঞ্জে জ্যাঠাতো ভাইয়ের বউকে অন্য পরপুরুষের সঙ্গে হাত ধরে ঘোরাঘুরির বিষয়ে বলতে গিয়ে খুন হয়েছেন ছোট ভাই বিজয় বাসফোর (২০)। শনিবার রাত ১১টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ বাজারের হরিজন কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত বিজয় বাসফোর (২০) উপজেলার ইকরচালি উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ও হরিজন কলোনির মালুয়া বাসফোরের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে দুর্গাপূজার কেনাকাটা করার জন্য হরিজন কলোনির জগদীস বাসফোরের ছেলে মানিক বাসফোরের স্ত্রী, পারুল রাণি নীলফামারীর সৈয়দপুর প্লাজায় মার্কেটে যান। এদিকে কেনাকাটার জন্য মালুয়া বাসফোরের ছেলে বিজয় বাসফোর একই প্লাজায় গিয়ে দেখতে পান জ্যাঠাতো ভাইয়ের স্ত্রী অন্য পরপুরুষের হাত ধরে ঘোরাঘুরি করছে।
পরে ঘটনাটি বিজয় বাসফোর বাড়িতে এসে জ্যাঠাতো ভাই মানিক বাসফোরকে অবগত করেন। ওই দিন রাত ১০টায় মানিকের স্ত্রী বাড়িতে এলে জিজ্ঞাসা করলে তিনি ঘটনাটি অস্বীকার করেন। এ ঘটনায় মানিক তার স্ত্রীকে গালমন্দ ও মারধর করেন। রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি নিয়ে মানিক তার কাকাতো ভাই বিজয়কে ডেকে তার স্ত্রীর নামে মিথ্যা কথা বলা হয়েছে বলে বাগবিতণ্ডায় জড়ায়।
এর একপর্যায়ে মানিক তার হাতে থাকা বার্মিজ চাকু দিয়ে বিজয়ের গলায় আঘাত করেন। পরে গুরুতর অবস্থায় বিজয়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১১টায় তার মৃত্যু হয়।
তারাগঞ্জ থানার ওসি আবদুল লতীফ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।