নাটোরের লালপুরে সরকারি কর্মচারী পরিচয়ে মানব পাচারকারী, ধর্ষণ ও প্রতারণা মামলার আবুল কালাম আজাদ ইমন নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গতকাল বৃহস্পতিবার রাতে লালপুর বাজারের হাজী মার্কেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সঞ্জয় কুমার সরকার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ শুক্রবার বেলা ১০টার দিকে এসব তথ্য জানান।
আবুল কালাম আজাদ (ইমন) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার হারদী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।
র্যাব কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার জানান, আবুল কালাম আজাদ ওরফে ইমন তাঁর পরিচয় গোপন করে ভুক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিভিন্নস্থানে বেড়াতে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তীতে প্রতারণামূলক নকল কাগজপত্র করে তাঁকে বিয়ে করেন।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, বিয়ের পর আবুল কালাম তাঁর স্ত্রীকে (ভুক্তভোগী) যৌনপল্লীতে যৌনকর্মী হিসেবে পাচারের চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে তাঁর স্ত্রী ঘটনাটি তাঁর মাকে জানান। তাঁর মা বাদী হয়ে রাজবাড়ী জেলার পাংশা থানায় ধর্ষণ, প্রতারণা এবং পাচার সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আবুল কালাম আজাদ ইমন আত্মগোপনে চলে যান।
এরপর পুলিশ আসামি আবুল কালাম আজাদকে গ্রেপ্তারে র্যাব-৫ এর সহযোগিতা চায়। এর প্রেক্ষিতে র্যাব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদস্যরা নাটোরের লালপুরে অভিযান চালিয়ে হাজী মার্কেট এলাকা থেকে আবুল কালাম আজাদ ইমনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর ইমনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান র্যাব কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার।