1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
স্কুল ভোটে বাড়ি পুড়ল, এমপি ভোটে ফসল নষ্ট » দ্যা মিরর অব বাংলাদেশ
১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| দুপুর ১:৫৪|

স্কুল ভোটে বাড়ি পুড়ল, এমপি ভোটে ফসল নষ্ট

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ২৬ বার সংবাদটি পড়া হয়েছে
স্কুল
কুমারখালীর উত্তর চাঁদপুর মাঠে কেটে দেওয়া ভুট্টা গাছ- দ্যা মিরর অব বাংলাদেশ

‘স্কুল ভোটে ওরা জিতে আমাদের বাড়ি পোড়াল। আর এমপি ভোটে আমরা জিতলাম। তবুও ওরা আমাদের ভুট্টাক্ষেত কেটে দিয়েছে।’ কথাগুলো কুমারখালী উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের কৃষক মো. আকবর শেখের (৬৪)। গত সোমবার রাতে ১৬ শতাংশ জমির ভুট্টা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার উত্তর চাঁদপুর মাঠে কথা হয় আকবরের সঙ্গে। তিনি জানান, চাঁদপুর মাঠে তাঁরসহ হামিদুল ইসলাম, নুর ইসলাম ও মোস্তাফা শেখের ১৬ শতাংশ জমির ভুট্টা গাছ কেটে দিয়েছে দুবৃত্তরা। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এর আগে রোববার মশান শেখের ভুট্টা গাছ কাটার ঘটনা ঘটে। তিনি থানায় অভিযোগ দিয়েছেন।

সরেজমিন দেখা যায়, কাটা ভুট্টা গাছ মাটিতে পড়ে আছে। অবসরপ্রাপ্ত সেনাসদস্য হামিদুল ইসলাম জানান, তিনি ৩৩ শতাংশ জমিতে ভুট্টার আবাদ করেছেন। দুর্বৃত্তরা এর কিছু অংশ কেটে দিয়েছে। এমপি নির্বাচনে ট্রাক মার্কায় ভোট দেওয়ায় প্রতিপক্ষের লোকজন ক্ষেত নষ্ট করেছে।

জানা গেছে, এক বছর আগে উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের ভোট গ্রহণ হয়। এতে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আকাশ রেজা ও যদুবয়রা ইউনিয়ন যুবলীগের সভাপতি সবুজ আলী গ্রুপ এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম ও খাঁ সমাজের প্রধান আলমগীর হোসেন গ্রুপ অংশ নেয়। দু’পক্ষের বিরোধের পর আকাশ গ্রুপ ভোট বর্জন করে। পরে তৌহিদুল গ্রুপ জয়ী হয়।

এ ভোটকে কেন্দ্র করে আকাশ গ্রুপের খাইরুল ইসলাম, কামির হোসেন ও বদর উদ্দিনের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। এদিকে কুষ্টিয়া-৪ (কুমারখালী ও খোকসা) আসনে সংসদ নির্বাচনে আকাশ গ্রুপ ট্রাক প্রতীকের নির্বাচন করে। আর তৌহিদুল গ্রুপ নৌকার পক্ষে ছিল। নির্বাচনের পর দু’পক্ষ নির্বাচন-পরবর্তী সহিংসতায় জড়িয়েছে। এর জেরে ভুট্টা গাছ কাটার ঘটনা ঘটছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

ছাত্রলীগের সাবেক নেতা আকাশ রেজা অভিযোগ করেন, স্কুল ভোটে জিতে প্রতিপক্ষ তাদের বাড়িতে আগুন দিয়েছিল। এমপি ভোটে হেরে তারাই ফসল নষ্ট করছে। তবে অভিযোগ অস্বীকার করে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম বলেন, তারা নিজেরা অপকর্ম করে তাঁর লোকজনকে ফাঁসাতে দোষারোপ করছে।

যদুবয়রা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, পূর্বশত্রুতার জেরে ফসল কাটার ঘটনা ঘটছে। একটি পক্ষ এলাকার শান্তি নষ্টের জন্য সহিংসতার পাঁয়তারা করছে। যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আজাদ খান বলেন, দুর্বৃত্তদের চিহ্নিত করতে নজরদারি বাড়ানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024