প্রথম ওভারেই আঘাত পেয়েছে বাংলাদেশ। আফগানদের দেওয়া ১৫৫ রানের জবাবে ব্যাটে নেমে একটা চার হাঁকিয়েছিলেন রনি তালুকদার। কিন্তু সেই মনোভাব আর তিনি ধরে রাখতে পারেননি।
ফজলহক ফারুকির করা অফ-স্টাম্পের দিকে আসতে থাকা সোজা বল তিনি মিস করে গেছেন।
আর তাতেই উড়ে গেল স্টাম্প, মাত্র এক ফরম্যাটে খেলার সুযোগ পেলেও কাজে লাগাতে পারছেন না রনি। তিনি ফিরেছেন মাত্র ৪ রানে (৫ বল)।
বাংলাদেশের স্কোর : ৩ ওভারে ১৬/১
আফগানিস্তানের স্কোর : ২০ ওভারে ১৫৪/৭