চলমান বিশ্বকাপে দারুণ ছন্দে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। গ্রুপ পর্বের নয় ম্যাচের নয়টিতেই জয় পায় স্বাগতিকরা। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালেও ভারতের ব্যাটাররা দেখিয়েছে নিজেদের যোগ্যতা।
মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বোলারদের কচুকাটা করে রান-উৎসব করেছেন বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, শুভমান গিলরা! তাদের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছে ভারত। যা বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড।
বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে ওঠার ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রান করেছে ভারত। সর্বোচ্চ ১১৭ রান এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে। তাছাড়া সেঞ্চুরি পেয়েছেন শ্রেয়াস আইয়ারও।
২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালের প্রতিশোধ নেয়অর লক্ষ্যে টস জিতে প্রথমবে ব্যাট করে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা-শুবমান গিল এনে দেন আক্রমণাত্মক শুরু। দলীয় ৫০ রানের জন্য ভারতীয় দুই ওপেনার খরচ করে মাত্র ৩২ বল। যেখানে সিংহভাগ রানই আসে রোহিতের ব্যাট থেকে।
তাণ্ডব চালাতে থাকা ভারতীয় অধিনায়ক অবশ্য থেমে যান হাস-সেঞ্চুরির আগেই। পাওয়ার প্লের নবম ওভারে টিম সাউদিকে উড়িয়ে মারতে গিয়ে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েছেন রোহিত। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৪৭ রান।
রোহিত ফেরার পর মাঠে আসেন ৫০তম সেঞ্চুরির ওপেক্ষায় থাকা কোহলি। গিলের সঙ্গে বেশ সতর্কভাবেই শুরু করেন কোহলি। এতে রানের গতি কিছুটা কমে। তবে সেটা ভালোভাবেই সামাল দেনন গিল। তাতে ১৩তম ওভারেই তিন অঙ্ক ছুঁয়েছে স্বাগতিকরা।
৪১ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার। দারুণ সব শটে এগোচ্ছিলেন শতকের দিকেই। তবে তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাধা হয়ে দাঁড়ায় চোট। পায়ের পেশিতে টান লাগায় ২৩তম ওভারের খেলা চলাকালে মাঠ ছাড়েন তিনি। তবে সেই চোট গুরুত্বর ছিল না। ৪ উইকেট যাওয়ার পর আবারও ব্যাটিংয়ে নেমেছেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮০ রানে।