অলাইল ডেস্কঃ
কলকাতার জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। বোঝে না সে বোঝে না খ্যাত নায়িকা ভক্তদের জন্য সুখবর দিলেন।
নতুন ছবিতে অর্জুন চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধছেন তিনি। ধারাবাহিক ‘গানের ওপারে’-র জনপ্রিয় জুটি আবারও বড় পর্দায়। এর আগে ‘বাপি বাড়ি যা’, ‘ক্রিসক্রস’-এ একসঙ্গে কাজ করেছিলেন মিমি-অর্জুন।
‘খেলা যখন’ নামে ছবিটির পরিচালক অরিন্দম শীল। ভারতীয় গণমাধ্যমকে মিমি বলেন, ‘‘তিন বছর আগে এই ছবির কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বার বার কোনও না কোনও কারণে পিছিয়ে যাচ্ছে। অর্জুনের সঙ্গে আবার কাজ করার কথা ভেবে ভালো লাগছে। শুধু তাই নয়, আরও যারা যারা অভিনয় করছেন, তাদের সঙ্গে কাজ করার জন্যও মুখিয়ে রয়েছি আমি।’’
আগামী আগস্ট থেকে শুরু হচ্ছে ছবির শুটিং। সব ঠিক থাকলে ডিসেম্বরে ‘খেলা যখন’ দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে আসবে।