সুইডেনের একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন।
শুক্রবার (১৯ আগস্ট) দক্ষিণাঞ্চলীয় মালমো শহরের এম্পোরিয়া শপিংমলে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। সন্দেহভাজন হামলাকারী হিসেবে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
হামলায় হতাহতদের নামপরিচয় জানায়নি পুলিশ। তবে নিহত ব্যক্তি একজন পুরুষ ও আহত ব্যক্তি একজন নারী বলে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রায় ২০টির মতো গুলি ছোঁড়া হলে মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি শুরু করে। এ হামলার সাথে গ্যাং সন্ত্রাসের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইউরোপীয় দেশগুলোর মধ্যে সুইডেনে বন্দুক হামলায় নিহতের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। সরকারি প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে প্রতি বছর প্রতি ১০ লাখে চারজন মানুষ বন্দুক হামলায় মৃত্যুবরণ করে।
এসব হামলার অন্যতম মূল কারণ গ্যাং সন্ত্রাস বলে ধারণা করা হয়। সাম্প্রতিক সময়ে এসব হামলার ঘটনা মূল শহরগুলোর বাইরেও ছড়িয়ে পড়েছে।
মিরর/আসিফ