এই ধ্বনি রোমান ক্যাথলিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — ১৬শ’ শতাব্দী থেকে নতুন পোপ নির্বাচিত হলে এইভাবেই তাকে স্বাগত জানায় বিশ্বাসীরা। ইতালীয় এই ধ্বনি ‘ভিভা পাপা!’ পোপের দীর্ঘ ও শান্তিপূর্ণ শাসন কামনা করে।
ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া উড়ছে। যার অর্থ ভোটদান প্রক্রিয়া শেষ হয়েছে। সেই সাথে কার্ডিনালরা পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নিয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, তবে এখনো জানানো হয়নি কাকে নতুন পোপ নির্বাচিত করা হয়েছে। তবে সিস্টিন চ্যাপেলের বারান্দায় যখন তিনি উপস্থিত হবেন, তখনই সেটা জানান সম্ভব হবে।
সেন্ট পিটার্স স্কয়ারের বিশাল জনসমাগমে একসাথে ধ্বনিত হচ্ছে ইতালীয় ভাষায় ‘ভিভা পাপা!’ (দীর্ঘজীবী হোক পোপ!)। ব্যান্ডের সংগীতের তালে তালে হাজারো মানুষের করতালিতে মুখরিত হয়ে উঠেছে পুরো চত্বর।
স্কয়ারে অবস্থিত ঐতিহাসিক ব্যালকনির নিচে ব্যান্ড বাজিয়ে চলেছে বিজয়সূচক সংগীত। প্রতিটি ‘ভিভা পাপা!’ ধ্বনির সাথে জনতা উত্তেজনায় উদ্দীপ্ত।
এই ধ্বনি রোমান ক্যাথলিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — ১৬শ’ শতাব্দী থেকে নতুন পোপ নির্বাচিত হলে এইভাবেই তাকে স্বাগত জানায় বিশ্বাসীরা। ইতালীয় এই ধ্বনি ‘ভিভা পাপা!’ পোপের দীর্ঘ ও শান্তিপূর্ণ শাসন কামনা করে।