কোয়ালিফাইয়ার ম্যাচে সিলেটকে হারিয়ে সরাসরি ফাইনালে পৌছে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে কুমিল্লার কাছে হেরে রংপুর রাইডার্সের মোকাবিলা করতে হবে সিলেটকে। সেই ম্যাচের জয়ী দল খেলবে কুমিল্লার বিপক্ষে।
সিলেটের দেওয়া ১২৬ রানের লক্ষ্য সহজেই তাড়া করে কুমিল্লা। ২০ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছায় ইমরুল কায়েসের দল। রান তাড়ায় ১৮ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে পথটা সহজ করে দেন সুনিল নারাইন।
এরপর মোসাদ্দেক ও মঈন আলীর ব্যাটে জিততে কোনো অসুবিধাই হয়নি কুমিল্লার। এর আগে কুমিল্লার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি সিলেট। শান্ত, মাশরাফি, মুশফিক ছাড়া কেউই বলার মতো কিছু করতে পারেননি।
আগে ব্যাট করতে নেমে শুরুতেই হারিয়ে ফেলে তিন উইকেট। এরপর নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মিলে গড়েন প্রতিরোধ।
কিন্তু খুব বেশিক্ষণ টিকতে পারেননি। দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে সিলেট স্ট্রাইকার্সকে অল্পতেই গুটিয়ে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে যেতে কেবল ১২৬ রানের লক্ষ্য পেয়েছে তারা।
শান্ত ২৯ বলে ৩৮, মাশরাফি ১৭ বলে ২৬ আর মুশফিক ২২ বলে ২৯ করে বিদায় নেন।