বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ করেছে পঞ্চগড় জেলা আওয়ামী লীগ।
বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পঞ্চগড় জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে রেলপথ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো.নুরুল ইসলাম সুজন এমপি উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত সম্রাটের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, শহরের শের-ই-বাংলা চত্বরের মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে এক বিশাল প্রতিবাদ সমবেশ অনুষ্ঠিত হয়।
এসময়,কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ ,জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহ আওয়ামী লীগ ও অংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সময় বক্তারা বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। তাই দেশবিরোধী অপশক্তি ও তার দোসদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা হয়। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হালার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।