অনেক চড়াই-উতরাইয়ের পর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছেন সাকিব আল হাসান। কিন্তু পারিবারিক কারণে ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরে আসছেন বাঁহাতি এ অলরাউন্ডার। তার পরিবারের পাঁচ সদস্য অসুস্থ। তাই ২৩ মার্চ তৃতীয় ওয়ানডে খেলেই ফিরে আসবেন তিনি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস আজ বিষয়টি জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে কালও কথা হয়েছে। আজ সকালেও কথা হয়েছে। আপনারা অলরেডি জানেন তার পরিবারে সংকট যাচ্ছে একটা। তার মা, শাশুড়ি, দুই সন্তান অসুস্থ। তারা এভারকেয়ারে আছে।’
এই পরিস্থিতিতে সাকিব এখনো বুঝে উঠতে পারছে না, কী করবে। যেহেতু একটা সিরিজ চলছে। এখনো ২৩ তারিখে আরেকটা ওয়ানডে আছে। সে সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় ওয়ানডে খেলে আসবে। যদি না এখানে কোনো সংকট আর বাড়ে।’
আপাতত সিদ্ধান্ত তৃতীয় ওয়ানডে খেলে চলে আসবেন সাকিব। কিন্তু পরিস্থিতি বাধ্য করলে তার আগেই চলে আসতে পারেন। জালাল ইউনুস বলেন, ‘পরিস্থিতি এমন হতে পারে তাকে আসতেও হতে পারে। এই ধরনের পরিস্থিতি না হলে সে তৃতীয় ওয়ানডে খেলবে।’
এমন পরিস্থিতিতে সাকিবের পাশে থাকতে চায় বিসিবি। বিসিবির এ পরিচালক আজ বলেছেন, ‘সিদ্ধান্তটা সাকিবের। আমরা তার পাশে থাকব। এখানে কারো সিদ্ধান্ত দেয়ার স্কোপ নাই। পরিস্থিতির কারণে তাকে বাধ্য হতে হচ্ছে।’
দক্ষিণ আফ্রিকা থেকে সাকিব যোগাযোগ রাখছেন পরিবারের সঙ্গে। তার ফিরে আসার পথে বাধা হবে না বিসিবি। জালাল ইউনুস বলেন, ‘পরিবার অবশ্যই সবার আগে। তার বাচ্চারা অসুস্থ। তার মা, শাশুড়ি সবাই অসুস্থ। সে যদি মনে করে তার উপস্থিতি দরকার, আমরা চাইব সে চলে আসুক।’
সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া যাবে না সাকিবকে। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান বলেন, ‘পরিস্থিতি এরকম থাকলে টেস্টে তাকে পাওয়া নিয়ে তো শঙ্কা থাকছেই।’