অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলা নতুন বছর উপলক্ষ্যে বর্ষবরণ অনুষ্ঠান ও বৈশাখী আড্ডা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) ‘এসএসসি ৯২’ এর বন্ধুরা এ অনুষ্ঠানের আয়োজন করে।
রফিক শাহীনের ব্যবস্থাপনায় এসএসসি ৯২ গ্রুপের বন্ধুরা সিডনি শহরের বিভিন্ন প্রান্ত থেকে নানান রকমের খাবার নিয়ে এসে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বর্ষবরণের অনুষ্ঠানে অংশ নেন।
খাবারের মধ্যে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের সঙ্গে ছিল নানা রকমের ভর্তা, সবজি, মিস্টি ও পিঠা পুলি। চারুকলা ইনস্টিটিউটের ছাত্রী দীপা ইসলাম প্রদর্শন করেন কিছু আর্ট। বিকেলে সংগীত পরিবেশন করেন সিডনির স্বপ্ন ব্যান্ডের মিঠু, ইভানা, রুবা, আজগর প্রমুখ।