শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারের সঙ্গে শুবমান গিলের সম্পর্ক নিয়ে অনেক লুকোচুরি চলছে। প্রায়ই ইনস্টাগ্রামে ‘রহস্যময়’ পোস্ট দিতে দেখা যায় দুজনকে। পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচে শুবমানের ভালো খেলার সময় ক্যামেরা বারবার খুঁজে নিয়েছে উচ্ছ্বসিত সারাকে।
তবে দুজনকে এখনো কেউ প্রকাশ্যে একসঙ্গে দেখতে পায়নি। কোনোভাবেই দুজনকে একই ফ্রেমে আনতে পারেননি কোনো ফটোগ্রাফার। ফলে এ দুজনের প্রেমকে ‘অফিশিয়াল’ ট্যাগ দিতে পারছেন না সাংবাদিকেরা। দুজনও সাংবাদিকদের সন্তুষ্ট করার মতো ‘স্বীকারোক্তিমূলক’ পোস্ট দিচ্ছেন না।
গতকাল অবশ্য সেটা প্রায় হয়ে গিয়েছিল। এক সঙ্গে দুজনের ছবি তোলা আরেকটুর জন্য হয়ে যেত। জিও ওয়ার্ল্ড প্লাজা ইভেন্টে গিয়েছিলেন শুবমান গিল।
সেই ইভেন্টে গিল ও সারাকে একসঙ্গে দেখা গেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে দুজন আরও কিছু সঙ্গীসহ ইভেন্ট থেকে বের হচ্ছেন। কিন্তু বের হওয়ার আগ মুহূর্তে হোটেলের বাইরে ক্যামেরা দেখে আস্তে সারার দিকে আড়ালে চলে যান গিল। গিলকে এভাবে সরে আসতে দেখে সারাও বুঝে যান, ক্যামেরা তাঁদের ছবি তোলার চেষ্টা করছে। তিনিও দরজার আড়ালে আশ্রয় নেন।
পরিস্থিতি বুঝতে তাঁদের সঙ্গীরা বাইরে উঁকি মারেন, কোথায় সে ক্যামেরা। মুহূর্তটি ভিডিও করা গেলেও এ দুজনের পাশাপাশি ছবি তোলা হয়নি কারও।
আগামীকাল আবার মুম্বাইয়ে খেলা ভারতের। শ্রীলঙ্কার বিপক্ষে কাল গিল যখন ব্যাটিং করবেন, তখন গ্যালারিতে সারার থাকার সম্ভাবনা অনেক বেশি। বিশ্বকাপে চার ম্যাচে মাত্র এক ফিফটি পাওয়া গিলের এমন অনুপ্রেরণা খুব করেই দরকার।