চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাপের কামড়ে মাদ্রাসার দুই হাফেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ জুলাই) মধ্যরাতে চন্দ্রবাস গ্রামে মাঠপাড়ার নূরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসায় এ ঘটনার পর সোমবার (১ আগস্ট) সকালে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- ওই গ্রামের ডাক্তার পাড়ার সাইফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (১৪) ও মাঝের পাড়ার শওকত আলীর ছেলে জুনায়েদ (১৩)। তারা দু’জনেই চন্দ্রবাস নূরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্র ছিল।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জানান, রাতে মাদ্রাসার ছাত্রদের শয়নকক্ষে বেশ কয়েকজন ঘুমিয়ে ছিলো। মধ্যরাতে শয়নকক্ষে সাপ ঢুকে হেফজ বিভাগের ছাত্র আব্দুল্লাহর ডান পায়ে ও জুনায়েদের বাম হাতে কামড় দেয়।
আরও পড়ুন: কচুয়ায় উপজেলা আ’লীগের অফিসে হামলা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুর
ওসি আরও জানান, কামড় খাওয়ার কিছুক্ষণ পরে জুনায়েদ ও আব্দুল্লাহ বমি করতে থাকলে শিক্ষকদের প্রশ্নের উত্তরে তারা জানান তাদেরকে সাপে কামড় দিয়েছে।
এসময় মাদ্রাসার অন্য শিক্ষকদের সহযোগিতায় তাদেরকে প্রথমে গ্রাম্য চিকিৎসকের কাছে নেয়া হলে তিনি তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৮টার দিকে তাদের মৃত্যু হয়।
নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
মিরর/চুয়াডাঙ্গা