জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটেই অধিনায়ক সাকিব আল হাসান। গত মাসে ভারতে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে আঙ্গুলে চোট পাওয়ায় সাকিব এখন দলের বাইরে।
বিশ্বসেরা এই অলরাউন্ডারের অবর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে আপদকালীন অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিচ্ছেন তারকা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
তার অধিনায়কত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবার শেষ হওয়া সিলেট টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে কিউইদের বিপক্ষে বাংলাদেশের এটা প্রথম টেস্ট জয়।
আগামীকাল বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। তার আগে মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ভূয়সী প্রশংসা করেছেন।
তিনি বলেন, ‘অধিনায়কত্ব ও নেতৃত্ব আলাদা জিনিস। সিলেট টেস্টে শান্তর অধিনায়কত্ব দারুণ ছিল। কৌশলগত নিজের সেরা অবস্থানে ছিল। তার ফিল্ডিং সাজানো ছিল দারুণ। কখনো ভিন্ন কিছু চেষ্টা করেছে, যা ভীষণ কার্যকর হয়েছে। নেতৃত্ব ছিল দুর্দান্ত। সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।’
ভবিষ্যত অধিনায়ক হিসেবে শান্তকে দেখেন কি না? এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, ‘আমার মনে হয় সামনে তার লম্বা সময় আছে। তার নেতৃত্ব ও অধিনায়কত্ব দেখে বোর্ড একটা সিদ্ধান্ত নিতে পারে। সঠিক সিদ্ধান্তটা বোর্ডই নেবে। অবশ্যই তাকে নিয়মিত অধিনায়ক হিসেবে দেখতে চাই।’