তানজিদ তামিম আর সৌম্য সরকার কী দারুণ শুরুই না এনে দিয়েছিলেন বাংলাদেশকে! পাওয়ার প্লে-তে ৬ ওভারে ৫৭ রান, দশ ওভারে বিনা উইকেটেই ৯০! ততক্ষণে তানজিদ তামিমের ফিফটি হয়ে গিয়েছিল। কিন্তু এই প্রতিবেদন লেখার সময়ে বাংলাদেশ ১৫ ওভার যেতে না যেতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে, রান হয়েছে মাত্র ১২৩!
১২তম ওভারে মিস টাইমিংয়ে তামিম (৩৭ বলে ৫২) আউট হয়ে যাওয়ার পর যেন মড়ক লেগেছে বাংলাদেশের ব্যাটিংয়ে। শুরুর দারুণ টি-টোয়েন্টির ব্যাটিং যেখানে বাংলাদেশকে ১৮০-১৯০ রানের আশা দেখাচ্ছিল, এখন বাংলাদেশের ১৬০ পেরোনো নিয়েই শঙ্কা জেগেছে।
তামিমের বিদায়ের পর সৌম্যও (৩৪ বলে ৪১) আউট হয়ে গেছেন চার বল পর। এরপর তো হৃদয়ের একটি চারের বাইরে বাংলাদেশের ব্যাটিংয়ে কোনো বাউন্ডারিই নেই!
হৃদয় ওই চার মারার কিছুক্ষণ পর সিকান্দার রাজার ডেলিভারিতে বল আকাশে উঠিয়ে দিয়ে ফিরেছেন। এরপর তো একই আউটের কপি-পেস্ট দেখল বাংলাদেশ।
এক বছর পর টি-টোয়েন্টিতে নামা সাকিব ৩ বলে ১ রান করে বোল্ড, বেনেটের বল তাঁর ব্যাট-প্যাড গলে স্টাম্পে! ১৫তম ওভারের প্রথম বলে সাকিবের এই আউটের পর শেষ বলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও একই ভঙ্গিতে বোল্ড, ব্যাট-প্যাডের ফাঁক গলে বল স্টাম্পে।