আয়ারল্যান্ডের বিপক্ষে না খেলে আইপিএলে খেলতে চান সাকিব আল হাসান ও লিটন দাস। এরই মধ্যে দু’জনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছিলেন। কিন্তু, বিসিবি সেই আবেদনে এখনও সাড়া দেয়নি।
এনওসি বা অনাপত্তিপত্র দেওয়ার ব্যাপারটা এখনও ঝুলে আছে। জানা গেছে, দু’জনকেই টেস্টের আগে ছাড়বে না বিসিবি। দু’জনের মধ্যে একজনকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতেই হবে।
ভেতরের খবর হল, টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই ভারতের বিমানে উঠে পড়বেন সাকিব। ফলে, টেস্ট ম্যাচে তার খেলা হবে না। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক লিটন দাস। আর এই অধিনায়কত্ব ইস্যুতেই দু’জনকে এক সাথে ছাড়তে পারছে না বিসিবি।
ফলে, আইপিএলের শুরুতে বাংলাদেশি এই দুই ক্রিকেটারকে এক সাথে পাবে না কলকাতা নাইট রাইডার্স। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ হবে আট এপ্রিল।
এই সময়ে কলকাতা দু’টো ম্যাচ খেলবে। নয় তারিখ অনুষ্ঠিত হবে তাদের তৃতীয় ম্যাচ। কার্যত এই প্রথম দু’টো ম্যাচ খেলতে পারবেন না লিটন দাস।
সব মিলিয়ে সাকিব ছাড় পেলেও, লিটনকে ছাড় দিল না বিসিবি। যদিও, পুরো এনওসির ব্যাপারটাই এখনও কার্যত ঝুলে আছে।
আইসিসির সভা শেষে দুবাই থেকে দেশে ফিরে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর সেই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি কথা বলে নেবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। এখানে তাদের সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে।