গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের ১২৯ তম তিরোধান দিবস উপলক্ষ্যে স্মরণসভা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় আজ রোববার (২৭ এপ্রিল) বিকেলে কুষ্টিয়ার কুমারখালীর কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতিজাদুঘরের মিলনায়তনে অনু্ষ্ঠানের আয়োজন করে জাতীয় জাদুঘর ও কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষ।
অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। কাঙাল হরিনাথ স্মৃতিজাদুঘরের রেপ্লিকা ম্যানুফেকচারার ও ইনচার্জ তাপস কুমার মণ্ডলের সভাপতিত্বে আলোচক ছিলেন কবি ও নাট্যকর লিটন আব্বাস।
কুমারখালী সরকারি কলেজের প্রভাষক সামিনা ইয়াসমিন চুমকির সঞ্চালনায় অনু্ষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাঙাল হরিনাথ মজুমদারের চতুর্থ বংশধর অশোক মজুমদারের স্ত্রী গীতা রাণী মজুমদার ,কুমারখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
আলোচনা সভা শেষে কাঙাল হরিনাথ মজুমদারের ‘ জীবন ও কর্ম বিষয়ক ‘ রচনা প্রতিযোগয় বিজয়ী ১২ জন নানা বয়সি শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।