তবে শেষ রক্ষা হয়নি তার। অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেফতার ওই যুবককে বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতার ওই যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী ও বৈষম্য বিরোধী নেতাদের নিয়ে অপপ্রচার চালানো ছাড়াও জামালপুর সদর থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার সাকিবুল আহসান সাকিব নিষিদ্ধ ঘোষিত জামালপুর শহর ছাত্রলীগের সহ-সভাপতি। তার বাড়ী জামালপুর পৌরশহরের পাথালিয়া বড়বাড়ী এলাকায়। সে ওই এলাকার আব্দুল গণির ছেলে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) ভোর রাত ৪টা দিকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে জামালপুর সদর উপজেলার শরীফপুর এলাকা থেকে আত্মগোপনে থাকা ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে জামালপুর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ প্রসঙ্গে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ জানান, গ্রেফতারকৃত আসামী ফেসবুক হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছিল। নানান সময় গুজব তথ্য পোস্ট করে জেলার আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙ্গে দেওয়ার পাশাপাশি সে বর্তমান সরকারকে ব্যর্থ প্রমান করতে জামালপুর জেলাসহ দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হেওপতিপন্ন করতে তাদের নিয়ে মিথ্যা বিভ্রান্তিমুলক বিকৃত ছবি ও ভিডিও শেয়ার করে জনসাধারনের মনে বিভ্রান্তি সৃষ্টি করছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর এবং দেশ বিরোধী ষড়যন্ত্রকারী গ্রুপের সক্রিয় সদস্য।
তিনি আরও জানান, অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রাখব। জেলার আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ গ্রহন করতে প্রতিশ্রুতিবদ্ধ।