1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  4. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  5. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
সরকার বিরোধী অপপ্রচার করে শেষ রক্ষা হলোনা সাকিবের » দ্যা মিরর অব বাংলাদেশ
২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ৮:৪১|

সরকার বিরোধী অপপ্রচার করে শেষ রক্ষা হলোনা সাকিবের

সাকিব আল হাসান নাহিদ জামালপুর
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯৯ বার সংবাদটি পড়া হয়েছে
jam

কখনো ‘হাসা আলী, কখনো ’শেখ হাসিনা ফিরবে’ কখনো জয় বাংলা’সহ নানান নামে ফেইসবুক আইডি খুলে অন্তবর্তীকালীন সরকার ও বৈষম্য বিরোধী নেতাদের ছবি বিকৃত করে আত্মগোপনে থেকে অপপ্রচার চালাতো সাকিবুল আহসান সাকিব (২৪) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা।

 

তবে শেষ রক্ষা হয়নি তার। অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেফতার ওই যুবককে বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

গ্রেফতার ওই যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী ও বৈষম্য বিরোধী নেতাদের নিয়ে অপপ্রচার চালানো ছাড়াও জামালপুর সদর থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

গ্রেফতার সাকিবুল আহসান সাকিব নিষিদ্ধ ঘোষিত জামালপুর শহর ছাত্রলীগের সহ-সভাপতি। তার বাড়ী জামালপুর পৌরশহরের পাথালিয়া বড়বাড়ী এলাকায়। সে ওই এলাকার আব্দুল গণির ছেলে।

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) ভোর রাত ৪টা দিকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে জামালপুর সদর উপজেলার শরীফপুর এলাকা থেকে আত্মগোপনে থাকা ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে জামালপুর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

এ প্রসঙ্গে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ জানান, গ্রেফতারকৃত আসামী ফেসবুক হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছিল। নানান সময় গুজব তথ্য পোস্ট করে জেলার আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙ্গে দেওয়ার পাশাপাশি সে বর্তমান সরকারকে ব্যর্থ প্রমান করতে জামালপুর জেলাসহ দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হেওপতিপন্ন করতে তাদের নিয়ে মিথ্যা বিভ্রান্তিমুলক বিকৃত ছবি ও ভিডিও শেয়ার করে জনসাধারনের মনে বিভ্রান্তি সৃষ্টি করছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর এবং দেশ বিরোধী ষড়যন্ত্রকারী গ্রুপের সক্রিয় সদস্য।

 

তিনি আরও জানান, অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রাখব। জেলার আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ গ্রহন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024