1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
সব দল নিয়ে নির্বাচনের কথা সংবিধানে বলা নেই: ইসি আলমগীর » দ্যা মিরর অব বাংলাদেশ
২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| দুপুর ১:৪৮|
শিরোনামঃ
লাইলাতুল কদরের সন্ধানে আল-আকসায় ১ লাখ ৮০ হাজার মুসল্লির নামাজ আদায় কুমারখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল শেখ হাসিনার ছেলের জন্ম পাকিস্তানি সামরিক বাহিনীর হাসপাতালে: কর্নেল অলি আহমদ কুমারখালীতে এম এ মজিদ শিক্ষার্থী কল্যাণ ট্রাষ্ট-এর বৃত্তি প্রদান শাপলা ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘ইস্পাহানীয়ান পরিবার, কুবি’ এর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইফতার ও দোয়া মাহফিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল যারা বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান আত্মগোপনে থাকা আ.লীগ নেতার ঈদ উপহার পেল অসহায়রা কুমারখালীতে থানা পুলিশের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

সব দল নিয়ে নির্বাচনের কথা সংবিধানে বলা নেই: ইসি আলমগীর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৭ বার সংবাদটি পড়া হয়েছে
ec alamgir 63077cf7680e6
সংগৃহিত

সব  রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করতে হবে, এমন কথা সংবিধানে নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তার ভাষায়, যারা আগ্রহী তাদের নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

সব দলের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, কোনো দলের হয়তো সক্ষমতা নাও থাকতে পারে। আমাদের দিনক্ষণ গুণে নির্বাচন করতে হবে। কোনো দলের বা একাধিক দলের অভ্যন্তরীণ সমস্যা থাকতে পারে। অপেক্ষা করেন, এখনো তো এক বছর সময় আছে, তারা আসতেও পারে।

 

তিনি আরো বলেন, কোনো একটা দল না এলেও আমাদের নির্বাচন করতে হবে। না হলে সংবিধান লঙ্ঘনের দায়ী হবো। আমরা বলবো কোনো দল এলেও নির্বাচন হবে, না এলেও নির্বাচন হবে। কারো নাম উল্লেখ করবো না। আমরা বলবো, যেকোনো দল না এলেও নির্বাচন হবে।

 

বিএনপির মতো বড় দলকে বাইরে রেখে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কিনা জানতে চাইলে ইসি বলেন, আমরা তো তাদের বাইরে রাখতে চাই না। ৩৯টি দলের কথাকেই আমরা মূল্যায়ন করেছি। আমাদের দৃষ্টিতে সবাই সমান। ইসি সংলাপে উনারা কী বলেছেন তা আমাদের কাছে রেকর্ড আছে। সেগুলোর ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি। সেখানে দেখা গেছে বেশিরভাগ দল ইভিএমের পক্ষে বলেছে। সুতরাং কারো কথা আমরা উপেক্ষা করেছি এ বক্তব্য গ্রহণযোগ্য নয়।

 

তিনি বলেন, কোনো একটি দলকে নির্বাচনে আনা বা না আনার দায়িত্ব ইসির নয়। সংবিধানের কোথাও আমাদের এ দায়িত্ব দেওয়া হয়নি।

 

সংসদ নির্বাচনে ইভিএম কোথায় ব্যবহার হতে পারে, জানতে চাইলে সাবেক এ সচিব বলেন, কারও কারও মতামত আছে শহরে যেহেতু শিক্ষিত লোক বেশি, প্রশিক্ষণ শহরে দেওয়া হয়েছে। সিটিসহ অন্যান্য নির্বাচন হয়েছে শহরে, তাই শহরে ইভিএম দেওয়ার মতামত আছে। অনেকেই বলেছেন, গ্রামে না দিলে তো তারা জানতে পারবেন না। অনেকে আবার বলেছেন গ্রামেও তো আমরা নির্বাচন করেছি, তাই গ্রামে দিলেও অসুবিধা হবে না।

 

ইসি আলমগীর বলেন, বর্তমানে সক্ষমতা আছে ৭০ থেকে ৮০ আসনে ইভিএমে ভোটগ্রহণ করার। কতটা হবে তখন বলা যাবে। দেখা গেল মেশিন হয়েছে বা সক্ষমতা নেই তাহলে ৭০-৮০টাও হতে পারে, আবার ৫০টাতেও হতে পারে। তবে ১৫০টির ওপরে হবে না। মিনিমাম ধরে রাখেন ৭০-৮০টা।

 

তিনি আরো বলেন, অবশ্যই দলের যারা সংলাপে এসেছেন তাদের মতামত গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে আমরা যেখানে ব্যবহারে করেছি সেখানে অভিজ্ঞাতা কী। এজন্যই দলগুলোর মতামত গুরুত্ব দিয়েছি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সেটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে।

 

নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে মো. আলমগীর বলেন, তারা ইভিএমে কারিগরি সহায়তা দিতে ও আইন-শৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। এছাড়া অন্য কোনো ভূমিকায় রাখার সুযোগ নেই। পুলিশ, বিজিবি, আনসারের মতো তো প্রতি কেন্দ্রে তাদের রাখা সম্ভব নয়। আমরা তাদের সহায়তা নেবো। সরকারকে সে বিষয়ে প্রস্তাব দেবো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024