লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে গিয়ে আসর শেষ না করেই দেশে ফিরতে হয়েছে তাওহীদ হৃদয়কে। তবে যে কয় ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তাতেই নিজের ছাপ ফেলেছেন এই ব্যাটার। তাইতো তার বিদায় বেলায় সামাজিকযোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছে জাফনা কিংস।
ফ্যাঞ্চাইজিটি তাদের ফেসবুক পেজে গতকাল পোস্ট করেছিল, ‘তিনি এসেছেন, জয় করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে। আমরা এই তরুণ সুপারস্টারের খুব উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। ধন্যবাদ হৃদয় ভাই।’
লঙ্কা ছাড়ার আগে অবশ্য ড্রেসিংরুমে টিম ম্যানেজমেন্ট এবং সতীর্থদের থেকেও শুভকামনা পেয়েছেন হৃদয়।সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, কোচ থিলিনা কান্ডাম্বি হৃদয়কে মজা করে বলছেন, ‘অনেক রান কর তবে শ্রীলঙ্কার বিপক্ষে না।’ অন্য পাশ থেকে হৃদয়ের সতীর্থ শোয়েব মালিককে বলতে শোনা গেছে, ‘পাকিস্তানের বিপক্ষেও করবে না।’
এলপিএলের এবারের আসরে মোট ৬ ম্যাচ খেলেছেন হৃদয়। যেখানে ৩৮.৭৫ গড় ও ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে ১৫৫ রান করেছেনীই টপ অর্ডার ব্যাটার। দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি পেয়েছিলেন এলপিএলের অভিষেক ম্যাচেই।