আগামী ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে পৌর ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রস্তুতি বিষয়ক মতবিনিময় করলেন বাংলাদেশ আওয়ামীলীগ, কুষ্টিয়া জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা আজগর আলী।
সভায় জেলার র্যালীয় দলবদ্ধ অংশগ্রহণ, বাদ আসর ছয় রাস্তার মোড় মসজিদে দোয়া মাহফিল ও আলোচনা সভার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন তিনি।
উল্লেখ্য যে কুষ্টিয়া জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা আজগর আলী থানাপাড়া ২ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। এজন্য নিজ এলাকায় জাতীয় শোক দিবসের আয়োজনের পরিপূর্ণ প্রস্তুতি নিতে ও স্থানীয় সকল জনগণকে সম্পৃক্ত করতে নেতার এই উদ্যোগ। এছাড়াও তিনি ২ নং ওয়ার্ড থানাপাড়া ইদগাহ কমিটির সভাপতির দায়িত্বে আছেন দীর্ঘদিন ধরে। এলাকাবাসীর এই প্রিয় নেতা সকলকে নিয়ে সামাজিক ও জাতীয় কর্মসূচি উদযাপন করে থাকেন।
ঈদ উৎসব পার্বণে তার খোদাদাদ খান রোডের বাসভবনের সামনে দুস্থ, গরীব অসহায় মানুষের ভীড় জমে প্রতিবছর। তারা জানে নেতা তাদের অন্তত খালি হাতে ফেরাবেনা। আসন্ন ১৫ই আগষ্টে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকীতে শোক পালনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের নেতৃত্বে সকল ইউনিট ও অঙ্গসংগঠনের জানান জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব আজগর আলী।
উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড আওয়ামীলীগে সভাপতি মোখলেসুর রহমান বাবু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমানউল্লাহ নান্টু, সাংগঠনিক সম্পাদক ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার মাজেদুল হক ধীমান, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ইসলামিয়া কলেজের প্রভাষক মোঃ শহিদুল ইসলাম এবং সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া ইউনিটের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোঃ মুহাইমিনুর রহমান পলল