মাদারীপুরের শিবচরের পৌর বাজারের ডিআইজি হাউজিংয়ে ভাড়া বাসা থেকে নাদিরা আক্তার (২২) নামের এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ মে) বিকেল ৪টায় ওই হাউজিংয়ের মজিবরের মালিকাধীন ভবনের নিচতলার ফ্লাটের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাদিরা শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের বহেরাতলা গ্রামের আবুল কালাম মাতুব্বরের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা জানা যায়, প্রায় ৬ বছর আগে পরিবারের অমতে নিজের পছন্দ মতে শরিয়তপুরের জাজিরা উপজেলার নাওডুবা ইউনিয়নের রূপবাবুর হাট এলাকার সুলতান খানের ছেলে কামাল খানের সাথে বিয়ে হয় নাদিরার। বিয়ে পর থেকে শিবচরের ভাড়া বাসায় বসবাস করেন দম্পতি। সেখানে তাদের তায়াবা নামের ৪ বছরের একটি কন্যা সন্তান ও রয়েছে।
শিবচর থানার এস আই আলমীর হোসেন বলেন, মরদেহটির সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হবে।