1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
শিক্ষা সফরে যাওয়ার পথে ৪ বাসে ডাকাতি,স্বর্ণালংকার লুট » দ্যা মিরর অব বাংলাদেশ
১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ১০:৫৮|

শিক্ষা সফরে যাওয়ার পথে ৪ বাসে ডাকাতি,স্বর্ণালংকার লুট

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬ বার সংবাদটি পড়া হয়েছে
angail

টাঙ্গাইলের ঘাটাইলে সড়কে গজারি গাছ ফেলে অবরোধ করে শিক্ষা সফরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া চারটি বাসে ডাকতির ঘটনা ঘটছে। ডাকাত দলের হানায় লুট হয়েছে টাকা, মোবাইল ও স্বর্ণালংকার।

 

আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের সাগরদিঘী-ঘাটাইল সড়কের মালিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।

 

এসময় নগদ প্রায় দেড় লাখ টাকা, ১ ভরি স্বর্ণ এবং ১০টি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন (২৫) ও অভিভাবক শহিদুল্লাহ তালুকদার (৩৯)। এতে বাসটিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

জানা যায়, মঙ্গলবার ভোরে ঘাটাইল সীমান্তবর্তী ময়মিনংহের ফুলবাড়িয়ার উপজেলার সৈয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের চারটি বাস নিয়ে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা সফরের জন্য রওনা দেন নাটোরের গ্রীনভ্যালি পার্কের উদ্দেশে। ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল-সাগরদীঘি সড়কের সাগরদীঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় পৌঁছলে ডাকাত দলের কবলে পড়ে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান বলেন, ‘নাটোরের উদ্দেশ্য রওয়ানা হওয়ার একপর্যায়ে ঘাটাইল সীমান্তে পৌঁছানোর পরে সড়কের গাছের গুঁড়ি ফেলানো অবস্থায় দেখতে পাই। পরে আমরা প্রথম বাসের গাড়ির জানালা এবং গেইট বন্ধ করে দেই। কিন্ত সবার পেছনের বাসটিতে ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আঘাত শুরু করে গাড়িতে। পরে তারা বাসটিতে উঠে ডাকাতি করে। এভাবে পেছনের ৩টি বাসে দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ডাকাতি করে। পরে ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই ডাকাত দল পালিয়ে যায়।’

 

তিনি আরও বলেন, ‘ডাকাতরা প্রায় দেখ লাখ টাকা, ১ ভরি স্বর্ণ এবং ১০টি স্মার্টফোন ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন ও অভিভাবক শহিদুল্লাহ তালুকদার। ঘটনার পর আমাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর তবে কিছু শিক্ষার্থী এবং অভিভাবকের অনুরোধে শিক্ষা সফরে যাওয়া হয়।’

 

সাখাওয়াত হোসাইন রবিন বলেন, ‘আমি ছিলাম দুই নম্বর গাড়িতে। ওই গাড়িতে ছিল শুধু ছাত্রী। ডাকাতরা আমার কাছে থেকে মোবাইল নেওয়ার পর যখন ছাত্রীদের দিকে যাচ্ছিল তখন আমি বাধা দেই। এর ফলে তারা আমাকে দায়ের অপর পিঠ দিয়ে আঘাত করে।’

 

স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হোসেন বলেন, ‘মাঝে মধ্যেই লক্ষণের বাধা ওই স্থানে ডাকাতির ঘটনা ঘটে। গত বুধবারও একই স্থানে ডাকাতি হয়। এ ব্যাপারে আমি ঘাটাইল থানায় অভিযোগ দেব।’

 

এ ব্যাপারে গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, ‘শিক্ষা সফরে যাওয়ার পথে ৩টি স্কুলবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ৯৯৯ মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ডাকাতদল পালিয়ে যায়। এ ঘটনা নিয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু করছি। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তবে প্রধান শিক্ষক ঘাটাইল থানায় এসে অভিযোগ দিবেন।’

 

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024