স্বামী ছাড়া অন্য কারো সঙ্গে স্ত্রীর সম্পর্ক থাকতেই পারে, তবে শারীরিক সম্পর্ক না থাকলে অন্য পুরুষের সঙ্গে শুধু প্রেমকে পরকীয়া বলা যায় না—সম্প্রতি এক মামলায় এ কথা জানিয়েছেন ভারতের মধ্য প্রদেশ হাইকোর্ট। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুসারে, বিচারপতি জি এস আহলুওয়ালিয়া জানিয়েছেন, স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক থাকলে, তবেই সেটিকে পরকীয়া বলা যায়। মধ্য প্রদেশের এক দাম্পত্য কলহের মামলায় এ কথা জানিয়েছেন হাইকোর্ট।
মামলাটি মধ্য প্রদেশের এক পারিবারিক আদালতে বিচারাধীন। ওই মামলায় স্ত্রীকে চার হাজার রুপি করে অন্তর্বর্তী খোরপোশের নির্দেশ দেন পারিবারিক আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন স্বামী। মামলাকারীর বক্তব্য, তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে প্রেম করছেন।
তাই তার ভরণপোষণের খরচ পাওয়া উচিত নয়। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট বার অ্যান্ড বেঞ্চ অনুসারে, মামলাটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মধ্য প্রদেশ হাইকোর্ট জানিয়েছেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৪৪(৫) ধারা ও ফৌজদারি দণ্ডবিধির ১২৫(৪) ধারায় বিষয়টির উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, স্ত্রীর কোনো পরকীয়া সম্পর্ক থাকলে ভরণপোষণের খরচ দিতে আপত্তি জানানো যেতে পারে।
তবে বিচারপতি আহলুওয়ালিয়া সম্প্রতি নির্দেশে জানান, শারীরিক সম্পর্ক থাকলে তবেই সেটিকে পরকীয়া বলা যায়। স্ত্রী যদি শারীরিক সম্পর্ক ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্কে থাকেন, সেটিকে পরকীয়া বলা যায় না।
মামলাকারী আদালতে জানান, তিনি হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কাজ করেন। মাসে আট হাজার রুপি উপার্জন করেন। এর মধ্যে পারিবারিক আদালত স্ত্রীকে চার হাজার রুপি খোরপোশ বাবদ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এ ক্ষেত্রে আয় অনুসারে খোরপোশের অঙ্ক কিছুটা বেশি বলে মনে করছেন হাইকোর্ট। তবে বিচারপতি জানিয়েছেন, স্বামী কম আয় করেন বলে তিনি স্ত্রীর ভরণপোষণের খরচে আপত্তি জানাতে পারেন না। মামলাকারী নিজের প্রয়োজনের খরচ মেটাতেই সক্ষম নন। অথচ তিনি সব জেনে-বুঝেই বিয়ে করেছেন। তাহলে স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব নিতে হবে স্বামীকে।
Post Views: 44
এ ক্যাটাগরীর আরো সংবাদ..