ব্যাটিংয়ে বাংলাদেশের গলার কাটা হয়েছিলেন আজমতউল্লাহ ওমরজাই। সর্বোচ্চ রান না করলেও, তার দ্রুতরান তোলার পথেই স্বাগতিকরা খেই হারায়।
এবার বলে এসেও তিনি নিলেন লিটন দাসের গুরুত্বপূর্ণ উইকেট। এতে অবশ্য লিটনের অবদানও কম নয়। বুকের ওপরে ওঠে আসা বল মারতে গিয়ে ক্যাচ তুলে দেন।
বাংলাদেশের স্কোর : ৪.২ ওভারে ২১/১
আফগানিস্তানের স্কোর : ২০ ওভারে ১৫৪/৭