বিতর্ক যেন ফেসবুকের পিছু ছাড়ছে না। বিশ্বের সবচেয়ে বড় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি এবার নতুন সমস্যায় পড়েছে। বিভিন্ন কারণে ফেসবুক লাইভ ব্যবহার করে থাকেন অনেকেই।
তবে বেশিরভাগ লাইভ ভিডিও সম্প্রচারের প্রথম কয়েক সপ্তাহেই সর্বাধিক ভিউ পায়, এ কারণে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণের নীতিতে অভিনব পরিবর্তন নিয়ে এসেছে।
পরিবর্তন আসছে লাইভ ভিডিও স্টোরেজ এর নীতিমালায়। আজ (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে এই নতুন নিয়ম। আজ থেকে করা লাইভ করবে তাদের ভিডিওগুলো ৩০ দিন পর্যন্ত দেখা যাবে ফেসবুকে, এরপর স্বয়ংক্রিয়ভাবে সেটি মুছে যাবে।
সেই সাথে বর্তমানে ৩০ দিনেরও পুরোনো লাইভ ভিডিওগুলোও ফেসবুক থেকে মুছে ফেলা হবে। তবে, আপনার আর্কাইভ করা লাইভ ভিডিওগুলো মুছে ফেলার আগে আপনাকে নোটিফিকেশন দিয়ে জানাবে ফেসবুক। নোটিফিকেশন পাওয়ার পর আপনাকে ৯০ দিনের মধ্যে আপনার কন্টেন্ট ডাউনলোড বা ট্রান্সফার করার সুযোগ দেয়া হবে।
লাইভ ভিডিও গুলো এই ৩০ দিনের মধ্যে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। এ ছাড়া সেই লাইভ ভিডিও থেকে রিল বানিয়েও তা স্থায়ী ভাবে রেখে দিতে পারবেন।
এছাড়া ফেসবুক লাইভ ভিডিওগুলি ডাউনলোড আরও সহজ করার জন্য একটি নতুন টুল চালু করেছে।