সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। এই মুহূর্তে সেখানেই তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। চ্যানেল ২৪ অনলাইনকে তিনি বলেন, তামিমের বুকে ব্যথা হচ্ছিল, তাই দ্রুত কেপিজে স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয়। সেখানে বেশ কিছু পরীক্ষা, বিশেষ করে হার্টের ইসিজি করানো হয়। তবে অনেক সময় প্রাথমিক পরীক্ষায় বিষয়টি স্পষ্ট হয় না। ঘণ্টাখানেক পর রক্ত পরীক্ষায় কিছু জটিলতা বোঝা যাচ্ছিল।
এর আগে সোমবার (২৪ মার্চ) ডিপিএলের প্রথম রাউন্ডের অষ্টম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে মোহামেডানের অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন তিনি। কিন্তু ফিল্ডিংয়ের সময় আচমকা বুকে ব্যথা অনুভব করেন তিনি। হেলিকপ্টারে করে তামিমকে ঢাকায় নিয়ে আসার চেষ্টা চলছে। তবে বর্তমান শারীরিক অবস্থায় তাকে স্থানান্তর করাটাও বেশ কঠিন বলে মনে করছেন চিকিৎসকরা।
তামিমকে ঢাকায় নেয়া হবে কি না এমন প্রশ্নে তিনি আরও বলেন, তামিম নিজেই ঢাকায় যেতে চাচ্ছিল, তার কিছুটা অস্বস্তিও হচ্ছিল। তাই বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্তু যখন তিনি হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরছিলেন, তখন আবার বুকে ব্যথা শুরু হয়। এরপর দ্বিতীয়বার হাসপাতালে নেওয়া হলে দেখা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়েছে। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন।
এদিকে তামিমের অসুস্থতার খবরে বিসিবির ১৯তম বোর্ডসভা স্থগিত করা হয়েছে। যা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে এখন হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।