রোহিঙ্গা ক্যাম্পে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা, একাধিক হত্যা,ধর্ষণ ও চাঁদাবাজি মামলার আসামি মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার সামরিক শাখার কমান্ডার হাফেজ নূর মোহাম্মদ সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রুবার রাতে টেকনাফের বাহারছড়া এলাকায় একটি গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আটক করা তাকে। পরে তার দেওয়া তথ্যের ভিক্তিতে আরসার আরোও ৫ সদস্যকে বিপুল পরিমাণের দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করে র্যাব।
র্যাবের দাবী নূর মোহাম্মদের নেতৃত্বে আরসার ৩৫ জনের একটি দল রোহিঙ্গা ক্যাম্প ও এর আশেপাশের এলাকায় খুন,ধর্ষণ,অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধ করে আসছিল। অপহরণ করে কারো কাছ থেকে চাঁদা না পেলে খুন করে লাশ গুম করে ফেলত তারা।
পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র চোরাচালান করে স্থানীয় সন্ত্রাসীদের কাছে সরবরাহ করত তারা। সম্প্রতি নূর মোহাম্মদের নির্দেশে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি সফিউল্লাহ,সালাম,মালেক,সলিম হত্যাকান্ড সহ ১২ টি হত্যাকান্ড হয়। তাছাড়া গতবছর অভিযানকালে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তাকে গুলি করে নূর মোহাম্মদ।
উল্লেখ্য,নূর মোহাম্মদ ২০১৬ সালে আরসায় যোগ দেয় এবং কংপু কারাতে,ব্ল্যাক-মেইল এবং বিষ্ফোরণ তৈরিতে অভিজ্ঞ সে। গত ৬ বছরে রোহিঙ্গা ক্যাম্পে ১৮৬ খুনের মধ্যে ৯০ ভাগ খুনের সাথে জড়িত নূর মোহাম্মদ এবং তার বাহিনী আরসা। বর্তমানে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৪০০/৫০০ আরসা সদস্য সক্রিয় আছে।