ফুটবল, ক্রিকেট, বক্সিং ও ফর্মুলা ওয়ানের পর এবার টেনিসে অর্থলগ্নি করছে সৌদি আরব। সে ধারায় এবার নিজেদের টেনিসকেও বিশ্বের সামনে তুলে আনতে চায় দেশটি। মধ্যপ্রাচ্যের দেশটিতে টেনিস ফেডারেশনের দূত হিসেবে যুক্ত হলে ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী কিংবদন্তি রাফায়েল নাদাল।
সৌদি ফেডারেশন জানিয়েছে, এ দায়িত্বের অংশ হিসেবে বিশ্বের সাবেক নাম্বার ওয়ান খেলোয়াড় প্রতিবছর সৌদি আরবের টেনিস উৎসাহী শিশুদের সঙ্গে সময় কাটাবেন। এতে অনুশীলনের পাশাপাশি আগ্রহও বাড়বে ক্ষুদে টেনিস খেলোয়াড়দের। ভবিষ্যতে গড়ে উঠতে পারে একাডেমি।
নাদাল নিজেও ক্রীড়াটির দূত হতে পেরে আনন্দিত। বলেন, ‘দেশটির যেদিকেই তাকান দেখবেন উন্নতির ছোঁয়া। এর অংশী হতে পেরে আমি খুশি। নিজে খেলার পাশাপাশি বিশ্বব্যাপী টেনিসের উন্নয়নে কাজ করতে আগ্রহী। সৌদি আরবে এই খেলাটির দারুণ সম্ভাবনা রয়েছে।’
পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড এর মাধ্যমে ফুটবল, ফরমুলা ওয়ান, বক্সিং ও গলফের পর এবার টেনিসেও দৃষ্টি দিলো সৌদি আরব।