1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
রেললাইনে আটকে গেল বাস, অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী » দ্যা মিরর অব বাংলাদেশ
২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৯:০৬|

রেললাইনে আটকে গেল বাস, অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১০ বার সংবাদটি পড়া হয়েছে
train 1745014006
ঘটনার সময় জীবন বাঁচাতে কয়েকজনকে বাসের জানালা বেয়ে নামতে দেখা যায়। ভিডিও থেকে নেয়া ছবি

ট্রেন আসার আগ মুহূর্তে রাজধানীর মগবাজারে রেললাইনের ওপর যাত্রীবাহী একটি বাস আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। ওই সময় জীবন বাঁচাতে বাসের জানালা দিয়ে যাত্রীদের লাফিয়ে নামতেও দেখা গেছে। তবে ট্রেন আসার ঠিক আগ মুহূর্তে রেললাইনের ওপর থেকে বাসটি সরানো সম্ভব হওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এতে অল্পের জন্য রক্ষা পান প্রায় অর্ধশতাধিক যাত্রী।

 

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তৌকির আহমেদ নামের এক ব্যক্তি। রাত ১১টা ৪৪ মিনিটের দিকে ফেসবুকে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, মগবাজারের এফডিসি-হাতিরঝিল ক্রসিং থেকে আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস মগবাজারের দিকে যাচ্ছিল। ওই সময় বাসটি রেললাইনে উঠতেই হঠাৎ আটকে যায়।

 

রেললাইনের ওপর বাসটি আটকে যাওয়ার পর চালক কিছু সময় চেষ্টা করেও সেটি সামনে বা পেছনের দিকে নিতে পারেননি। একই সময় ঢাকা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একটি ব্রডগেজ ট্রেন আসার সাইরেনও শোনা যায়। অন্যদিকে রেললাইনের ওপর বাসটি আটকে যাওয়ায় গেটকিপার ব্যারিয়ারও ফেলতে পারছিলেন না। ওই সময় গেটকিপারকে বাঁশিতে ফুঁ দিয়ে সবাইকে সর্তক করার চেষ্টা করতেও দেখা যায়।

 

ভিডিওতে আরও দেখা যায়, ট্রেন যখন সাইরেন বাজাতে বাজাতে ছুটে আসছে তখন কোনো উপায় না পেয়ে যাত্রীরা প্রাণভয়ে বাসের জানালা দিয়ে নামতে শুরু করেন। ঘটনার সময় কয়েকজনকে বাসের জানালা বেয়ে নামতেও দেখা যায়। একপর্যায়ে ট্রেন আসার ঠিক আগ মুহূর্তে কোনোরকমে বাসটি পেছনের দিকে নিতে সক্ষম হন বাসের চালক। এর ঠিক কয়েক সেকেন্ড পরেই রেলগেট পার হয়ে দ্রুত ছুটে যায় উত্তরবঙ্গগামী ট্রেনটি।

 

তবে মধ্যরাতে এ প্রতিবেদন লেখার সময় বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024