লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ উইকেটে ৪১০ রান করেছে ভারত। দলের হয়ে ৬৪ বলে ১১টি চার আর ৪টি ছক্কায় ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন লোকেশ রাহুল। বিশ্বকাপে ভারতের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নেন তিনি।
৯৪ বলে ১০টি চার আর ৫টি ছক্কায় ১২৮ রানের অনবদ্য ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। তাদের জোড়া সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেটে ৪১০ রান করে ভারত।
রোববার ভারতের বেঙ্গালুরুতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বিশ্বকাপের স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে ১১.৫ ওভারে ১০০ রান করে সাজঘরে ফিরেছেন শুভমান গিল। তিনি মাত্র ৩২ বলে তিন চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫২ রান করে ফেরেন।
দলীয় ১৩২ রানে ফেরেন আরেক ওপেনার রোহিত শর্মাও। তিনি ৫৪ বলে ৮টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৬১ রান করে ফেরেন।
দুই ওপেনার সাজঘরে ফেরার পর দলে হাল ধরেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। তৃতীয় উইকেটে তারা ৬৬ বলে ৭১ রানের জুটি গড়েন। ক্যারিয়ারের ২৯০তম ওয়ানডেতে ৭১তম ফিফটি তুলে নিয়ে সাজঘরে ফেরেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। দলীয় ২০০ রানে তৃতীয় ব্যাটনম্যান হিসেবে ফেরেন কোহলি। তার আগে ৫৬ বলে ৫টি চার আর এক ছক্কায় করেন ৫১ রান।