রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মনোবিজ্ঞান বিভাগ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা আড়াইটায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলা বিভাগকে হারিয়ে এবারের চ্যাম্পিয়ন নিশ্চিত করেছে মনোবিজ্ঞান বিভাগ। খেলায় নির্ধারিত সময়ে ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে, টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় মনোবিজ্ঞান বিভাগ।
মনোবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে আমরা ইতিহাসের অংশ হলাম। এই ধারা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাসী’।
বিজয়ের অনুভূতি জানতে চাইলে মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তরুন কুমার জোয়ারদার জানান, ‘২০০৩ সাল থেকে আমি বিভাগের ক্রীড়ার সাথে সম্পৃক্ত, আমার ক্যারিয়ারে এই প্রথম চ্যাম্পিয়ন হবার মতো গৌরব অর্জন করেছি। এই খুশি বর্ণনা করা সম্ভব নয়। আমি চেয়েছিলাম বিভাগকে এক সুতোয় গাঁথতে। আজকে বিভাগের সকলের আমেজ দেখে মনে হয়েছে সেই জায়গায় আমি সফল। আমি মনে করি এই অর্জন বিভাগের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করবে, নিজেদের মধ্যে বন্ধন সুদৃঢ় করবে’।
মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং টিএসএসিসির পরিচালক ড. মুর্শিদা ফৈরদৌস বিনতে হাবিব জানান, ‘এর আগে আমরা সেমিফাইনাল পর্যন্ত খেলেছিলাম, বিভাগ প্রতিষ্ঠার পর এই প্রথম আমরা ফাইনাল খেলে বিজয়ী হলাম। বিজয়ের আনন্দ ব্যাখা করার মতো না।’
এর আগে, গত ১১ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধন হয়। ১৭ ডিসেম্বর দুপুর আড়াইটায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এবারের চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগ গত বছর তৃতীয় স্থান অর্জন করেছিলো।
খেলা শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. সালে্হ হাসান নকীব, উপ- উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ ফরিদ উদ্দিন খান এবং প্রশাসনের উর্ধ্বতনরা।