রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭টি আবাসিক হল ও কেন্দ্রীয় মসজিদে কোরআন পোড়ানোর অভিযোগে ১ জনকে আটক করা হয়েছে। ময়মনসিংহের ভালুকা থেকে অভিযান চালিয়ে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তাকে আটক করেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন। আটককৃত মাহফুজ রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আটকের বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, ময়মনসিংহের ভালুকায় পুলিশের সাইবার ক্রাইমের এক অভিযানে তাকে আটক করা হয়েছে। তাকে আজ বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, আসামি নিজে কোরআন পোড়ানোর ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে।
এ বিষয়ে রাবি উপাচার্য বলেন, তিনিই আমাদের প্রধান সন্দেহভাজন ছিলেন। তার ব্যপারে আমরা তথ্য পেয়ে পুলিশকে জানায়। সে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় থাকায় তাকে ট্রেস করতে আমাদের কিছুটা সময় লেগে গিয়েছে এবং শেষ পর্যন্ত তাকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে৷
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি একযোগে ৭টি আবাসিক হল ও কেন্দ্রীয় মসজিদে কোরআন পোড়ানোর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার লক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।